বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন না করলে সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হবে —ইকবাল করিম নিশান

0
386

মো. আব্দুল বাছিত সিফডিয়া, সিলেট প্রতিনিধিঃ
চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জিটিভির বার্তা প্রধান ইকবাল করিম নিশান বলেছেন, সাংবাদিকরা সমাজ ও দেশের কল্যাণে অসামান্য অবদান রাখেন। তাদের সংবাদ যেমন ইতিবাচক ভূমিকা রাখে, আবার নেতিবাচক ভূমিকা রাখতেও পারে। এজন্য সাংবাদিকদেরকে সর্বদা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। অন্যথায় সাংবাদিকতার মত মহান পেশা প্রশ্নবিদ্ধ হবে।
সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল নিউজ চেম্বার টুয়েন্টি ফোর ডটকমের উদ্যোগে সিলেটে কর্মরত অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবু তাহির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজ চেম্বার টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ম-লির সভাপতি প্রফেসর মোহাম্মদ মহি উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউজ চেম্বার টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক তাওহীদুল ইসলাম, কোরআন থেকে তেলাওয়াত করেন মিসবাহুল ইসলাম। শেষে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নিউজ চেম্বার টুয়েন্টি ফোর ডটকম পরিবারের সদস্যবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ সদস্য মাসুদ আহমদ রনি, নিউজ চেম্বার টুয়েন্টি ফোর ডটকমের নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, মো. শাহান আহমদ চৌধুরী, আফরোজ খান, জাকারিয়া আহমদ, মো. ইমতিরাজ কামরান তালুকদার, নাইমুল ইসলাম রাসেল, আব্দুল বাছিত, জাবেদ আহমদ, এনামুল হাসান প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবু তাহির বলেন, প্রবাসীরা দেশের সম্মান বয়ে আনতে কাজ করেন। এজন্য প্রবাসীদের সুযোগ-সুবিধা সম্পর্কে তুলে ধরতে সাংবাদিকদেরকে ভূমিকা রাখতে হবে। কারণ সাধারণ মানুষ সাংবাদিকদের তাদের আপনজন হিসেবে বিবেচিত করেন। নিজেদের পেশাগত দায়িত্বপালনে সততা ও বস্তুনিষ্টতা বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে সাংবাদিকদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। তথ্য ও তত্ত্ব সংগ্রহে সততা ও দক্ষতার প্রয়োগ ঘটাতে হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here