রাণীনগরে ১৪৫ বোতল বাংলা মদসহ ২ জন আটক

0
335

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৪৫ বোতল ৫০ লিটার বাংলা মদসহ ২ জনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নয়া হরিশপুর-মিরাট কাচা রাস্তার বাড়ো মাসা ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি সিএনজি তল্লাশী করে ১৪৫ বোতল ৫০ লিটার বাংলামদ উদ্ধার ও সিএনজিও আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলা মিরাট গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো: আলমঙ্গীর হোসেন (৪০) ও পার নওগাঁর মৃত শরিফ উদ্দিনের ছেলে মো: তোফাজ্জল (৪০)।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, তারা নওগাঁ থেকে সিএনজি করে মাদক নিয়ে মিরাটে যাচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাবুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here