হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও। আজকের শিক্ষার্থী আগামীতে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৪র্থ বার জাতীয় সংসদ নির্বাচিত হওয়ায় এমপির সংবর্ধনা ও শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা প্রমুখ। এতে মানপত্র পাঠ করেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান।
খবর৭১/এসঃ