রামপালের পেড়িখালী অগ্নিকান্ডে ৫ বসত বাড়ি ও ৬ দোকান পুড়ে ছাই

0
261

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি বসত বাড়ী ও ৬ দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মঙ্গলবার রাত ৭ টার সময় উপজেলার পেড়িখালী বাজারে আঃ মজিদের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। পরে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় আশ-পাশের আঃ আজিজ, আঃ খালেক ও ময়নাসহ ৫ বসতবাড়ি ও ৬টি দোকান ভষ্মিভূত হয়। ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান ৫০ লক্ষাধিক টাকা।
মোংলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার এহতেশামুর রহিম জানান, ক্ষয় ক্ষতির পরিমান এখনও পর্যন্ত নিরুপন করা সম্ভব হয়নি। এ অগ্নিকান্ডে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here