জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোল ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা তাঁর কক্ষে ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারি,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ হচ্ছে ৩ ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফ্রেবুয়ারি।উল্লেখ্য যে,গত ২৯শে অক্টোবর সোমবার ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃএনায়েতুল্লাহর বার্ধক্য জনিত কারনে মৃত্যু হলে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।
খবর৭১/ইঃ