মোঃ আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার(২৩ জানুয়ারি) দুপুরে হাসপাতালটি উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ সুদীপ কুমার বোস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ লোকমান হাকীম,কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে,তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রাজা প্রমুখ।
এসময় বক্তারা আকতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার,অসহায় ও দারিদ্রদের জন্য বিশেষ সু্যোগ-সুবিধা প্রদানের আহবান জানান।পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খবর৭১/ইঃ