রুশ উপকূলে জাহাজে আগুন, ১২ জনের মরদেহ উদ্ধার

0
398

খবর৭১:সমুদ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে দুই পণ্যবাহী জাহাজ। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে কৃষ্ণসাগরের সঙ্গে সংযুক্ত কার্চ জলপ্রণালীতে ওই দূর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় জাহাজকর্মী ও নাবিক মিলিয়ে দু’টি জাহাজে ৩২ জন ছিলেন। তারা ভারত, তুরস্ক ও লিবিয়ার নাগরিক। প্রাণে বাঁচতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন তাদের অনেকে।

যার মধ্যে ১২ জনকে উদ্ধার করেছে রুশ নৌবাহিনীর উদ্ধারকারী দল। মরদেহ উদ্ধার হয়েছে ১০ জনের। নিখোঁজ ১০ জনের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো ভারতীয়র মরদেহ উদ্ধার হয়েছে কিনা জানার চেষ্টা চলছে। রুশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here