দুপচাঁচিয়ায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
525

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, ডিমশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব হাফিজার রহমান মাষ্টার, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ডিমশহর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দু’টি গ্রুপে (১ম-২য় শ্রেণি ক গ্রুপ ও ৩য়-৫ম শ্রেণি খ গ্রুপ) ৫০টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খ গ্র“পের বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here