জাটকাসহ ট্রলার আটক মোড়েলগঞ্জে ১২ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা

0
267

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে আহরণ নিষিদ্ধ দেড় মন জাটকা ইলিশসহ ১২জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিজেন্টেরএকটি টিম।নিষিদ্ধ এই ঝাটকা বহনের দায়ে পিরোজপুর, পাথরঘাটা ও মঠবাড়িয়্ াএরাকার ১২জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ২ টার দিকে কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিজেন্টের একটি টহল টিম পানগুছি নদীর সন্ন্যাসী এলাকা থেকে ট্রলারটি সন্দেহ বশতঃ চ্যালেঞ্জ করে,পরে ওই ট্রলারটি তল্লাশী করে দেড় মন আহরণ নিষিদ্ধ ঝাটকা দেখতে পেয়ে জেলেদের আটক করে। এ দিন সন্ধ্যা ৬টার দিকে দেড়মন জাটকাসহ আটক ওই ১২জন জেলেকে ভ্রাম্যমান আদালতে তোলা হলে মোরেল গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার খলিলুর রহমান মুন্সি, জলিল আকন, বেল্লাল হাওলাদার, রুস্তুম বেপারি, জামাল মাঝি, আরিফ চৌকিদার, সুমন মল্লিক, পিরোজপুরের মহিদুল মল্লিক, মাসুদ মোল্লা, মানজুর ফকির, সোবাহান মল্লিক ও মঠবাড়িয়ার ফিরোজ হাওলাদার। । ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here