রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার আবাদপুকুর ও চকের ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় আবাদপুকুর এলাকা থেকে উপজেলার ভেবড়াগাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল কুদ্দুছ (৩৩) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
অপর দিকে, মঙ্গলবার সকালে এসআই মাবুদুর রহমান উপজেলার বিষ্ণর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাজির উদ্দীন (৩২) কে চকের ব্রিজ নামক এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য অাইনে মামলা দায়ের করে মঙ্গলবার অাদালতে প্রেরণ করা হয়েছে।#
খবর৭১/এসঃ