আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
তথ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘জাসদ চায় মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিই দেশ পরিচালনা করুক। দেশ মুক্তিযুদ্ধের পথে চলুক। এদেশে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের পুণরুত্থান বন্ধ করতে হবে’।
গত রবিবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর হাইস্কুল মাঠে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাসদ সমর্থিত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজ তান্ত্রিক দল (জাসদ) ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ২৭ জানুয়ারী জাসদের প্রার্থীকে (মশাল) ভোট দেয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি, সুজন প্রসাদসহ স্থানীয় জাসদ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
খবর৭১/এসঃ