গাইবান্ধায় নদী থেকে মূল্যবান ধাতবমূর্তি উদ্ধার

0
350

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর থানা পুলিশ নদী থেকে মূল্যবান ধাতবমূর্তি উদ্ধার করেছে।
থানা স‚ত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রমনাথের ভিটা নামক গ্রাম দিয়ে প্রবাহিত আলাই নদী থেকে ম‚ল্যবান ধাতবম‚র্তিটি উদ্ধার করা হয়। এরআগের দিন (সোমবার) বিকালে রমনাথের ভিটা গ্রামের জনৈক আব্দুস সামাদ মিয়ার পুত্র আল- আমিন নদীতে গোসল করতে গিয়ে ম‚র্তিটি পেয়ে রাতেই বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেন। এ সংবাদ জানতে পেয়ে সদর থানা পুলিশ ম‚র্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। ইউপি চেয়ারম্যান সাফায়েতুল হক ধারণা করে জানান, এটা বহু পুরাতন ম‚ল্যবান কষ্টি পাথর বা মহিষাল পাথরের ম‚র্তি হতে পারে।
থানা অফিসার ইনচার্জ- খাঁঁন মো. শাহরিয়ার জানান, সাড়ে পাঁচ কেজি ওজনের ম‚র্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে, পরীক্ষা- নিরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছেনা মূর্তিটি কোন ধাতুর হতে পারে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here