আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রিকেটবাজীর অপরাধে ১১ জনের প্রত্যেকের ১ হাজার করে মোট ১১ হাজার টাকা অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোলেমান আলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ডোমেরহাট বাজারের জনৈক মিজানুরের দোকানে টেলিভিশনের পর্দায় দেখে ক্রিকেট খেলায় বাজিতে অর্থনৈতিকভাবে জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করেন। জরিমানা প্রাপ্তরা হলো- উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত আঃ জলিলের পুত্র জুয়েল মিয়া (২৫), কছর উদ্দিনের পুত্র মাইদুল ইসলাম (৩২), হরিলালের পুত্র জয়কুমার (২৪), আক্তার আলীর পুত্র মানিক মিয়া (১৮), দুলু মিয়ার পুত্র মোস্তফা কামাল (১৬), আফছার আলীর পুত্র মহব্বত আলী (২৪), সূবর্ণদহ গ্রামের নুর ইসলামের পুত্র নয়া মিয়া (২২), ফজর মুন্সির পুত্র মুকুল মিয়া (২৬). ভবানীপুর গ্রামের আশেক আলীর পুত্র সাজু মিয়া (২৩), রামজীবন গ্রামের আনছার আলীর পুত্র মিজানুর রহমান (২৫) ও পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের আব্দুল হকের পুত্র নাজমুল হোসেন (৩০)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, ১৮৬০ সালের ১৮০ ধারা মোতাবেক প্রত্যেকের অর্থদ-াদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদিকে, মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের পূর্ব বাইপাস মোড় নামক স্থান থেকে একই অপরাধে আরও ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিল বলে জানা গেছে।
খবর৭১/ইঃ