জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রত্যাশা একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় প্রত্যাশা একাডেমী চত্বরে আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে“এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বরণ”সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মতিউর রহমান, পৌর কাউন্সিলর শানাউল্লাহ,শফিকুল ইসলাম,আরমানি বেগম,প্রত্যাশা একাডেমীর প্রধান শিক্ষক মজিদুল ইসলাম,সমাজ সেবক বিকল মেম্বার,মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অন্যদিকে মঙ্গলবার বেলা ১২টায় খেসবা দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।খেসবা দাখিল মাদ্রাসার সভাপতি ইসমাইল হোসেন সাহেব এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
খবর৭১/ইঃ