রুহুল আমিনকে সভাপতি এবং সাঈদকে সাধারণ সম্পাদক করে ফুটবল ক্লাব এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

0
525

খবর ৭১ঃ তরফদার রুহুল আমিনকে সভাপতি এবং আলহাজ্ব এ,কে এম মমিনুল হক সাঈদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ,বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ফুটবল ক্লাব গুলোকে নিয়ে বাংলাদেশ ফুটবল ক্লাব এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার গুলশানের একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন ফুটবল ক্লাবগুলোকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে ক্লাবগুলো সদস্য এবং সাবেক ফুটবলাররা আলোচনা সভায় অংশগ্রহণ করেন । সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান ফুটবলের অবস্থা নিয়ে আলোচনা করেন। ক্রমান্বয়ে ফুটবলের অবনতি নিয়ে সমালোচনা করেন ক্লাব কর্মকর্তারা। বর্তমান ফুটবল ফেডারেশন ব্যর্থতা নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। এই এ্যাসোসিয়েশনের মাধ্যমে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনা হবে বলে আশা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here