খবর৭১:সাবেক রুশ গুপ্তচর ক্রিপালের ওপর রাসায়নিক হামলার জের ধরে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রাসায়নিক হামলা চালানোর জন্য দুই রুশ গোয়েন্দাকে চিহ্নিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
ইইউ’র অভিযোগ, দুই রুশ গোয়েন্দা এবং রুশ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ও উপ-প্রধান যুক্তরাজ্যে গত মার্চে স্ক্রিপালকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার ব্যর্থ চেষ্টা করে।
রুশ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ইইউ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িত ৫ জনের সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার দুই রুশ নাগরিকের নাম প্রকাশ করে যুক্তরাজ্য।
খবর৭১/জি