মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষ হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে কামরুল বাশার ওমর ফারুক, গোলাম কিবরিয়া, অরুপ লস্কার, সঞ্জয় ঘোষাল, বিএম রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নেয়ামত আলী, জয়নাল আবেদিন, আব্দুল মুজিদ,আশরাফ হোসেন, তাহাজ্জত হোসেন, আতিয়ার রহমান, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান, মুজিবুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছরের প্রতিযোগীতায় উপজেলার ১৩৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
খবর৭১/ইঃ