আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পুরাতন বাজারস্থ স্কুল এন্ড কলেজের অস্থায়ী ভবনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক অনুপ রায়ের পরিচালনায় উদ্বোধক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ নাজমুল ইসলাম প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
খবর৭১/ইঃ