খবর৭১:আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করতে যাচ্ছেন। শুক্রবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
দুই শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান টানাপোড়েন নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এই দুই নেতার মধ্যে বৈঠকের তারিখ ও স্থানের নাম পরে জানানো হবে। গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের পর এটি হবে দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ।
দুদিন আগে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম ইয়ং-চোল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাত করেন। আর এই সাক্ষাতের পরে দুই নেতার মধ্যে বৈঠকের ঘোষণা দেওয়া হলো।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, কিম ইয়ং-চোলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সংলাপে সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠক নিয়ে কথা হয়েছে। এ বৈঠক ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে।
খবর৭১/জি