মোঃ রাসেল মিয়া,মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী’র মৃত্যুতে কুমিল্লার মুরাদনগরে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুরাদনগর প্রেসক্লাবে এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রয়াত ও গুনী এ সাংবাদিকের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, সিনিয়র সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন মনির, তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, এনএ মুরাদ, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম,মোঃ রাসেল মিয়া, সোহেল মিয়া প্রমুখ।