খবর৭১:গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। জাতিসংঘের এই সংস্থা বলছে, আর্থিক সংকটের কারণে গাজা এবং পশ্চিম তীরের কিছু ফিলিস্তিনিকে দেয়া ত্রাণ সহায়তা স্থগিত এবং কিছু ক্ষেত্রে সহায়তার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ফিলিস্তিনে নিয়োজিত সংস্থাটির পরিচালক স্টিফেন কার্নি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
কার্নি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি জাতিসংঘের প্রকল্প থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। আরও ১ লাখ ৬৫ হাজার মানুষ, যাদের মধ্যে গাজার বাসিন্দা ১ লাখ ১০ হাজার , তারা প্রয়োজনীয় ৮০ শতাংশ সহায়তা পাচ্ছে। গত প্রায় চার বছর ধরে অনুদানের পরিমাণ কমার পরিপ্রেক্ষিতে সহায়তা কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, গত ১৯ ডিসেম্বর ডব্লিউএফপি দাতাদের কাছ থেকে অনুদানের আহ্বান জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া গেলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান হয়নি।
কার্নি জানান, এই মুহূর্তে পাঁচ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন। এই অর্থের জন্য জাতিসংঘ নতুন দাতা দেশের অনুসন্ধান করবে।
খবর৭১/জি