মিয়ানমার সীমান্তে স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে চিঠি

0
350

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে খালের উপর কাটাতারের বেড়া নির্মাণ করছে মিয়ানমার। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের কোনারপাড়ায় নোম্যানস ল্যান্ডে অবস্থিত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তে এমন স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী বিজিপিকে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান।

গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হলে বিজিবির নজের আসে। এছাড়াও সীমান্তে ব্রিজ নির্মাণের খবর পাওয়া যায় তবে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজ নির্মাণের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। তবে খালের উপর কাটাতারের বেড়া নির্মাণের সত্যতা পাওয়া যায়।

খালের উপর এ ধরণের পাকা স্থাপনা নির্মাণের কারণে কোনারপাড়ার রোহিঙ্গা শিবিরসহ তুমব্রু এলাকাটি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারা।

সোমবার কক্সবাজারের রামু সেক্টরের বিজিবির কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান তুমব্রু সীমান্ত পরিদর্শন করেন এবং তুমব্রু খালের উপর কেন পাকা স্থাপনা নির্মাণ করছে তা জান।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here