সাভারে কারখানায় ফিরছেন শ্রমিকরা

0
323

খবর৭১ঃসরকার ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর আন্দোলন শেষে কাজে ফিরতে শুরু করেছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন।

এদিকে আন্দোলন ঘিরে বন্ধ করে দেয়া কারখানাগুলো খুলবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শিগগিরই ওই বন্ধ কারখানা খুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, সকালে উৎফুল্ল মেজাজে শ্রমিকরা লাইন ধরে কারখানায় প্রবেশ করেছেন । এরপরই তারা কাজ শুরু করেন।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, সকালে আশুলিয়ায় অধিকাংশ কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দিয়েছে।

কাজে যোগদানের পরে সকালে সাভার ও আশুলিয়ায় কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের কড়া নজরদারির পাশাপাশি কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here