তালায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

0
405

সেলিম হায়দার,খবর ৭১ঃ
সাতক্ষীরার তালা উপজেলায় এ বছর ৪৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের হলুদ বর্ণে বর্ণিল হয়ে উঠেছে উপজেলার মাঠ প্রান্তর। শ্রম ও অর্থ ব্যয় কম হওয়া এবং আবহওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। এবছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশি সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানত চারটি জিনিস প্রয়োজন হয়। এরমধ্যে রয়েছে ভালো বীজ, সার, সেচ ও যতœ।
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের আব্দুল কাদের শেখ জানান, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে একবিঘা জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজন মতো গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজনমতো সার ঔষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভালো ফলনের আশা করছেন।
তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস বলেন, সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে সাড়ে তিন থেকে সাড়ে চার মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here