প্যারিসে গ্যাস বিস্ফোরণে ৪ জন নিহত

0
329

খবর৭১:প্যারিসে গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দমকলবাহিনীর ২ সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শনিবার (১২ জানুয়ারি) নাইনথ জেলার রুয়ে ডি মন্টিয়ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর ভেঙে যাওয়া গাড়ি ও ভবনের ধ্বংসস্তূপে রাস্তা ঢেকে যায়। একটি বেকারিতে আগুন লাগে। দোকানের সামনে দাঁড়ানো মানুষেরা বিস্ফোরণের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। অন্তত একটি ভবন থেকে আগুনের শিখা দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্তানার। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here