আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাট সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাসাররফ হোসাইন ইন্তেকাল করেছেন। শনিবার (১২ জানূয়ারী) সকাল ৯ টা ১৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে——–রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ পুত্র, নাতি-নাতনী, হাজার হাজার ছাত্র-ছাত্রী, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ এশা রেলওয়ে বাবুপাড়া ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে মরহুমের লাশ ফায়ার সার্ভিস রোডস্থ জেলার মৎস্য দপ্তরের সামনে পারিবারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও ব্যবসায়ীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
খবর৭১/ইঃ