কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চালককে গলা কেটে হত্যা করে অটো রিকসা ছিনতাইয়ের ঘটনায় মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক মিজানুর ওই উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।
জানা যায়,শুক্রবার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরকে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। আটক মিজানুরের স্বীকারোক্তির ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার ব্যাপারী হাট থেকে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে শনিবার(১২ জানুয়ারি) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, হত্যাকান্ডের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য,কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের বীর-ধাউড়ারকুটি এলাকায় গত সোমবার রাতে আব্দুল মজিদ ওরফে মজু (৪৮) নামের এক ব্যক্তির গলা কেটে হত্যা করে তার নতুন অটোরিক্সা ছিনতাই করে দুবৃত্তরা।
খবর৭১/এসঃ