নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ

0
397

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বৃহস্পতিবার(১০,জানুয়ারী) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে পুরাতন বাস টার্মিনালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতারা। পরে আওয়ামী লীগ অফিসসংলগ্ন পুরাতন বাস টার্মিনালে বঙ্গন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ সামিউল ইসলাম শরফু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি (দায়িত্বপ্রাপ্ত) রাবেয়া ইউসুফ, নারীনেত্রী আঞ্জমান আরা, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী, জাতীয় শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি বিএম হামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে মোনাজত হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here