নবগঠিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

0
321

খবর৭১:৩০ জানুয়ারি নবগঠিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। সংবিধান অনুযায়ী, সংসদের ও বছরের প্রথম অধিবেশনে ওই দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

৩০ জানুয়ারি বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে বলে সংসদ সূত্রে জানা গেছে।

প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ শেষে ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

রীতি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পরই মুলতবি করা হয়। ফলে অধিবেশন শুরুর পর মৃত সংসদ সদস্যকে নিয়ে আলোচনার পর সংসদের বৈঠক কিছুক্ষণ মুলতবি রাখার পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here