বাণিজ্য ঘাটতি ও আফগানিস্তান বিষয়ে ফোন আলাপ ট্রাম্প ও মোদির

0
351

খবর৭১:সোমবার (০৭ জানুয়ারি) দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ও আফগানিস্তান বিষয়ে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক বিবৃতিতে মঙ্গলবার (০৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

ওই বিবৃতিতে বলা হয়, ফোনালাপে চলতি বছর নয়াদিল্লি-ওয়াশিংটনের কৌশলতগত সম্পর্ক ও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় দেশ দুটির শীর্ষ নেতারা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন এবং আফগানিস্তানে সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন। খবর রয়টার্স।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here