আবারো চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

0
327

খবর৭১:আবারো চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ট্রেনযোগে বেইজিংয়ে যান তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটি সফর করছেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের খবরে বলা হয়, কিম জং উন আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করবেন।

বিশ্লেষকরা বলছেন, কিমের এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিমের সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী রি সুল জু এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে তিনবার চীন সফর করেন উত্তরের নেতা কিম।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here