বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জজ আদালত ভবনের ৩য় তলার সিড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টায় বাগেরহাট নারী ও শিশু আদালত ভবনের উপরে সিড়ির উপর থাকা ময়লার স্তুপে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) শেখ মোহাম্মাদ আলী বলেন, আমরা চেম্বারে কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ করে বিকট একটি শব্দ শুনতে পাই। বাইরে বের হয়ে দেখি ছাদে ওঠার সিড়িতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, সিড়ি ও ছাদ উন্মুক্ত থাকায় যেকোন ব্যক্তি যে কোন সময় ছাদে উঠে যায়। কেউ হয়ত ধূমপান করে সিড়ির উপর থাকা ময়লার স্তুপে ফেলেছে যার ফলে এ অগ্নিকান্ড ঘটেছে। ছাদ ও সিড়িতে প্রবেশাধিকার সংরক্ষিত করা প্রয়োজন বলেও দাবি করেন তিনি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন আদালত ভবনে আগুন লেগেছে শুনে আমরা ঘটনা স্থলে যাই। আধঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। ধুমপান করে ফেলা উচ্ছিষ্ট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সিড়িতে আগুন লাগার কারণে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
খবর৭১/ইঃ