তোফায়েলের আসনে হাতপাখা এগিয়ে

0
353

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া হাতপাখা এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে।

ভোলা-১ (সদর) ১১৩টি ভোট কেন্দ্রের সরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪৫ হাজার ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মুফতি ইয়াছিন নবীপুরী পেয়েছেন ৭ হাজার ৮০১ ভোট, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২৯৯ ভোট, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কেফায়েত উল্লাহ নজিব পেয়েছেন ১ হাজার ৫১৮ ও কমিউনিষ্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে সোহেল আহমেদ পেয়েছেন ১ হাজার ০২ ভোট।

নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে পরাজিত চার বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here