মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর থানা পুলিশের তল্লাশী অভিযানে গাঁজা সহ মোঃ উস্তার আলী (৩২) কে গ্রেফতার করা হয়েছে। সে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। শুক্রবার দুপুরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এস আই সাইফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ও বিজিবি এর সহায়তায় জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে মোঃ উস্তার আলীকে ১শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা রুজু হয়েছে।
খবর৭১/ইঃ