আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার কঞ্চিবাড়ি মাষ্টার পাড়া থেকে ১’শ ৫৩টি ইয়াবা ট্যাবলেটসহ মোনায়ারুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোয়ানারুল ঐ গ্রামের কফিল উদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী মনোয়ারুলকে আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/ইঃ