পাকিস্তানের সাবেক এমকিউএম নেতা আবিদিকে গুলি করে হত্যা

0
265

খবর৭১ঃপাকিস্তানের মুত্তাহিদা কওমি আন্দোলনের (এমকিউএম) সাবেক নেতা সাইয়েদ আলি রেজা আবিদিকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় করাচি নিজের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ৪৬ বছর বয়সী এ রাজনীতিবিদ গুলিবিদ্ধ হন।

খবরে বলা হয়েছে, খায়াবান-ই-গাজী এলাকায় নিজের বাড়ির কাছে আবিদির গাড়িতে গুলি করে পালিয়ে যান দুই অজ্ঞাত বন্দুকধারী।

হামলার সময় তিনি গাড়িতে একাই ছিলেন। পরে তার বাবা তাকে পিএনএস শিফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তার শরীরে চারটি গুলিবিদ্ধ হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে। দুটিই লেগেছে তার বুকে।

পুলিশ ও রেঞ্জার সদস্যরা হামলার স্থল ঘিরে রেখেছেন। সেখান থেকে তারা নমুনা সংগ্রহও করেছেন।

এমকিউএমের সাবেক প্রধান ফারুক সাত্তার বলেন, আবিদি ছিলেন আমার ছেলের মতো। তাকে আমরা নিজ হাতে বড় করেছি। তিনি ছিলেন পাকিস্তানের ভবিষ্যৎ।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, আবিদির গাড়ি এসে তার আবাসস্থলের কাছে থাকে। এর পর দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হয়।

সিন্ধু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা উমর খাত্তাব বলেন, দক্ষ খুনিরাই তাকে হত্যা করেছে। তারা আগে থেকেই আবিদির গাড়ি অনুসরণ করে আসছিল।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here