ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী স্ত্রীসহ গ্রেফতার

0
254

খবর৭১ঃঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রায়ের বাজার থেকে গ্রেফতার করা হয় তাদের। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় করা অন্তত ২৭টি নাশকতার মামলা বিচারাধীন। প্রার্থী হওয়ার আগে থেকেই পলাতক ছিলেন তারা।

গত কয়েক দিন ধরে ফেসবুকে অডিও/ভিডিওবার্তা দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান। এক মাস আগেই পুলিশের একটি বিশেষ দল তার সন্ধানে মাঠে নামে। অবশেষে ঢাকার রায়েরবাজারে মেয়ে-জামাইয়ের বাড়িতে সন্ধান মেলে তাদের ।

সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ পুলিশের একটি দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

মতিয়ার রহমান ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর-মহেশপুর আসন থেকে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here