হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকা থেকে মঙ্গলবার দুপুরে বিএনপি’র নির্বাচনী উঠান বৈঠক থেকে ৭৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি ও থানা পুলিশ ।
স্থানীয়রা জানান, ওই এলাকায় আমিন হোসেনের বাড়ীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নির্বাচনী উঠান বৈঠকে একত্রিত হয় স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ও বিজিবি’র একটি দল উক্ত সভায় অভিযান চালায়। পরে তাদের আটক করে হাতীবান্ধায় থানায় নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রাত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কোনো কারণ ছাড়াই নির্বাচনী উঠান বৈঠকে অভিযান চালিয়ে পুলিশ ও বিজিবি উপজেলার ভেলাগুড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি,সম্পাদক সহ ৭৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কারও নামে কোন গ্রেফতারী পরোয়ানা নেই।
মঙ্গলবার দিনগত রাত ৯টায় এ খবর লেখার সময় পর্যন্ত হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলেও গ্রেফতারের কোন কারন জানা যায়নি।