দুপচাঁচিয়ায় মহাজোট প্রার্থীর পক্ষে শ্রমিকলীগের গণসংযোগ

0
245

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মহাজোট প্রার্থী জাপা নেতা এ্যাড. নূরুল ইসলাম তালুকদারের লাঙ্গল মার্কার পক্ষে দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার বিকালে মেইল বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি নির্বাচনী মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে মেইল বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী, সহসভাপতি আজিম মিস্ত্রী, আবু কালাম আজাদ রাজা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম খান বাদশা, দুপচাঁচিয়া পৌর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, যুগ্ম আহবায়ক হাসান আলী, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন প্রামানিক, সাধারণ সম্পাদক শাহীন প্রামানিক, শ্রমিকলীগ নেতা জয়মুদ্দিন প্রামানিক, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন, বেলাল হোসেন প্রমুখ। এসময় উপজেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here