খবর৭১ঃ গত ২৪ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম-৮ আসনের উত্তর চান্দগাঁও হিন্দু পাড়া,বেপাড়ী পাড়া, বড়ুয়া পাড়ায় নৌকা মার্কার পক্ষে গনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-প্রচার কমিটির সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু। গনসংযোগকালে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। তাছাড়া বর্তমান সরকার দেশে যে উন্নয়ন সাধন করেছে বা করছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান এবং প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে যাবে। গনসংযোগ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ আচার্য্য’র নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অত্র এলাকার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।