রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ২০১৮ সালেন জেএসসি পরীক্ষয় শতভাগ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। যশোর বোর্ডে শীর্ষে অবস্থান করে বলে বোর্ড সুত্রে জানা যায়।
সোমবার যশোর শিক্ষ বোর্ড থেকে এ ফলাফল ঘোষনা করা হয়। এবারের জেএসসি পরীক্ষয় ৫০ জন অংশ গ্রহণ করে সকলেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদীকুল বারী জানান, এবারের জেএসসি পরীক্ষায়ও সকলেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্যের পিছনে রয়েছে ক্যাডেট কলেজের মনোরম পরিবেশ, শিক্ষার্থীদের অধ্যবসায়, সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতা আর শিক্ষকদের একান্ত প্রচেষ্টাই ভাল ফলাফলের মূল কারন বলে জানান তিনি।