আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের উলিপুরে অবাধ,নিরপেক্ষ ও শান্তিপুর্ন নির্বান চাই স্লোগানকে সামনে রেখে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে। গতকাল উলিপুর শহীদ মিনার চত্বরে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম৩ আসনের প্রতিদ্বন্ধি ৭ জন সংসদ প্রার্থী এতে অংশগ্রহন করে। প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডা: আক্কাছ আলী সরকার, আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী তাসভীর উল ইসলাম, ইসলামী আন্দোলন বালাদেশ প্রার্থী মাও: গোলাম মোস্তফা মিঞা, বালাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো: দেলোয়ার হোসেন, বালাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাঈদ আখতার আমিন, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো; হাবিবুর রহমান। সুজন উলিপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের স ালনায় মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা ভোটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে বিএনপির মনোনিত প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন উরিপুর নদীভাঙ্গন মুক্ত করব, বেকার সমস্যা সমাধানে কাজ করব, গ্রামভিত্তিক উন্নয়নে কাজ করব। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এম এ মতিন বলেন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, উলিপরে কারিগরি প্রশিক্ষন গড়ে তোলো সকলকে শিক্ষিত করে বেকার নিরসন করব। জাতীয়পার্টি মনোনিত প্রার্থী আক্কাছ আলী বলেন, উলিপুরকে এশটি অবহেলিত জায়গা আমি উলিপুরকে স্মার্ট উলিপুর হিসেবে উপহার দিব আমরা ইতিমধ্যে উলিপুরের অনেক উন্নয় করেছি আশা করি আপনারা পাশে থাকলে আগামির উলিপুর স্মার্ট উলিপুর হয়ে উঠবে। সেই সাথে সকল প্রার্থী তাদের পরিকল্পনার কথা তুলে ধরে যা তারা নির্বাচিত হওয়ার পর বাস্তবায়ন করতে চান। এছাড়াও সকল প্রার্থীরা তাদের দলের দেয়া ইসতেহার পালন করার প্রতিশ্রুতি দেন। পরে প্রতিদ্বদ্ধি প্রার্থীরা হাত উচিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার করেন।