খবর৭১:এবার গত ম্যাচের ধারাবাহিকতা রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। অন্যদিকে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
চাপে থাকলে বাংলাদেশ দারুণ ভাবে ঘুরে দাড়াতে জানে বাংলাদেশ। বরাবরের মতো এবারেও প্রমাণ করেছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় দিয়ে। এবার শেষটা নিজেদের নামে লেখার পালা।
পূর্ববর্তী দুটো ম্যাচে উভয় দল একটি করে জয় পাওয়ায় অলিখিত ফাইনালে পরিণত হয়েছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। আত্মবিশ্বাসী টাইগাররা এবার ছক আঁকছেন ক্যারিবিয়ান গতি দমনের।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল জোশী বলেন, শেষ ম্যাচটা ছেলেরা যেভাবে শুরু করেছে, সেভাবে খেললেই আমাদের জয় সহজ হবে। দলেও তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশনেই নজর থাকবে টিম ম্যানেজম্যান্টের।
মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। তাই কিনা স্পিনারদের নিয়ে বাড়তি সময় দেয়া ক্যারিবিয়ানদের স্পিন বোলিং পরামর্শক মোশতাক আহমেদের। তবে সফররতদের মূল শক্তি গতির ঝড়। আর তাতেই আরো শান দেয়ার কথাই শোনালেন কিমো পল।
উইন্ডিজ এ অলরাউন্ডার বলেন, শেষ টি-টোয়েন্টিতে আমরা শতভাগ দিতে প্রস্তুত। এই উইকেট স্পিন সহায়ক হলেও আমাদের মূল শক্তি পেস। তবে স্পিন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি শেষটা জয় দিয়ে করবো আমরা।
খবর৭১/জি