রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারের মৃত্যু

0
487

খবর৭১:রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি৷ প্রয়াত ব্লগার তমালিকা সিংহ মূলত অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন৷

মঙ্গলবার রাতে বার্লিনে তার বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’র উদ্যোগে বার্লিনে আশ্রয় নেন তিনি।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিজের আবাসস্থলের স্নানঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

বাংলাদেশি আরেক ব্লগার জোবায়েন সন্ধি ও তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন৷ সর্বশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল।

প্রতিবেশীরা তার বাড়ি থেকে গত কয়েকদিন ধরে আলো জ্বলতে না দেখে পেন জার্মানিকে খবর দেয়। এরপর তার বাড়ি থেকে কোনো মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনেও মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here