কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ইউনুস আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতাকৃত জামায়াত নেতা ইউনুস আলী হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরের একটি প্রতারনা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলেই তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর৭১/এসঃ