নির্বাচনে নির্মম খুনের রাজনীতি চলছে : মোমিন মেহেদী

0
683

খবর৭১ঃ

নতুনধারার ৭ দিনের উৎসবের পঞ্চম দিনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচনে নির্মম খুনের রাজনীতি চলছে। আর এসব হবে অনুমান করেই নির্বাচন থেকে সরে দাড়িয়েছে ছাত্র-যুব-জনতা-জায়া-বণিতার রাজনীতির আস্থা হিসেবে বাংলাদেশের ১৫৮ টি শাখার রাজনীতিকগণের কাছে পরিচিত নতুনধারা বাংলাদেশ এনডিবি। বাংলাদেশের মাটি ও মানুষের কথা ভেবে বরাবরই যেমন নিরন্তর ঐক্যবদ্ধ ছিলো নতুন প্রজন্ম, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। তিনি ১৯ ডিসেম্বর বিকেল ৩ টায় ফটো জার্নালিস্ট অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচীতে উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার আবদুস সালাম হাওলাদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, গাজী একরামুল হক লিটন, যুগ্ম মহাসচিব আনোয়ার ভূঁইয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। এরপর তিনি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথেও নির্বাচনে নতুনধারার অংশ না নেয়ার বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, নতুনধারার রাজনীতিকগণ নির্মমতার নির্বাচনকে ‘না’ বলে এগিয়ে চলছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here