ভারতে ভোটের মাঠে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

0
327

খবর৭১:২০১৯ সালে প্রথম দিকে ভারতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। দলগুলো তাদের গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিয়েছে। এরই মধ্যে ভোটের মাঠে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার শুধুমাত্র নারীদের জন্য ‘ন্যাশনাল উইমেন’স পার্টি’ নামের এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। লোকসভায় ৫০ শতাংশ নারী আসন নিশ্চিত করতেই এ দল গঠন কা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেত্রী শ্বেতা শেট্টি।

তিনি বলেন, ‘পুরুষপ্রধান রাজনৈতিক সিস্টেমে একটা নারীপ্রধান দল বিশেষ গুরুত্বপূর্ণ। নারীদের বিষয়ে আলোচনা হয় শুধুই মাতৃদিবস বা নারীদিবসে। ওই একটা দিনেই নারীদের ইস্যুগুলো তুলে ধরা হয়। আর নির্বাচনের সময় নারীদেরর ইস্যু সামনে আসে। নতুন এই দল হবে নারীদের একটা প্ল্যাটফর্ম যেখানে মহিলারা তাদের দাবি-দাওয়া জানাতে পারবেন।

‘ন্যাশনাল উইমেন’স পার্টি’ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। শুরুতেই দলটিতে ১ লাখ ৪৫ হাজার নারীর সমর্থন রয়েছে বলে জানিয়েছেন শ্বেতা শেট্টি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here