তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত দুই;আহত এক

0
567

খবর৭১:সেলিম হায়দার ॥ সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ দুই জন নিহত হয়েছেন এসময় আহত হয়েছে একজন। আহত আব্দুস সামদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার বকশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,যশোর জেলার কেশবপুর উপজেলার ভগতি গ্রামে সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫৫) ও পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সায়াদ (১০)। নিহত ও আহতরা সম্পর্কে হলেন নানা ও নাতী।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার বিকালে সামাদ মোড়ল তৈলকুপি গ্রাম থেকে তার স্ত্রী ও নাতী সায়াদকে নিয়ে মোটর সাইকেলে কেশবপুর গ্রামে যাচ্ছিল। পথেমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বকশিয়া নামক স্থানে পৌছালে মোটর সাইকেলটি রাস্তায় কাঁদায় পিচলে পড়ে যায়। এময় পিছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিলে মোটর সাইকেলে চালক সামাদ মোড়ল প্রানে বেঁচে গেলেও ঘটনাস্থলেই তার স্ত্রী ও নাতী নিহত হয়।
তালা-পাটকেলঘাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার জানান,নিহত দুইজনের লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here