খবর৭১:রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: আনছার অালীকে পিটিয়ে অাহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর অনুমানিক সাড়ে ৫ টার দিকে রাণীনগর থানার মূল গেটের সামনে এ ঘটনাটি ঘটে।
আনছার অালী সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দল জব্বারের ছেলে ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ।
জানা গেছে, আনছার আলী মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে কাঁচা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় থানার গেটের সামনে পৌছলে হঠাৎ ৮-৯ জন লোক মটরসাইকেল যোগে এসে তার উপর হামলা চালিয়ে তাকে রড় ও পাইপ দিয়ে পিটিয়ে গুরত্বর অাহত করে। এ সময় জীবন বাঁচাতে আনছার আলী থানার ভেতরে ঢুকলে দুর্বৃত্বরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে তার ছেলেকে ফোন দিলে ছেলে তাকে অাহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর সদর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা করে বাড়ি নিয়ে আসে।
আনছার আলী জানান, পূর্ব পরিকল্পনা করে কে বা কাহারা অামার উপর হামলা চালিয়ে রড ও পাইপ দিয়ে পিটিয়ে অাহত করেছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে এসেসি। অামি এ ঘটনার সুষ্ট বিচারের দাবি করছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: তারেকুর রহমান বলেন, ঘটনাটি অামি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।#
খবর৭১/জি