খবর৭১:জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ফরিদা ইয়াসমিন জয় লাভ করায় আন্তরিক অভিনন্দন জানিয়েছে “জাতীয় সাংবাদিক ক্লাব” কেন্দ্রীয় কমিটি।
জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি কাজী মনির, রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক হাসান আলী রেজা দোজা ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন- জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামী দিন গুলোতে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে। তারা নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খবর৭১/জি